শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৪ মার্চ ২০২৪ ১৭ : ২৯Rajat Bose
মিল্টন সেন, হুগলি: কথা রাখেননি, পাঁচ বছর দেখা পাওয়া যায়নি। ফের হুগলির সাংসদের বিরুদ্ধে সেই অভিযোগ জোরালো হল। এবারের অভিযোগ কোনও রাজনৈতিক দলের নয়, অভিযোগ উঠল খোদ মতুয়া ধাম থেকে। অভিযোগ, ভোটে দাঁড়িয়ে ঘটা করে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। কথা দিয়েছিলেন পাশে থাকার। কিন্তু কার্যত করেছেন তার উল্টোটাই। সাংসদ হওয়ার পরের পাঁচ বছর কোনও খোঁজ নেননি। গুরুদেব দূরের কথা, ধামের সঙ্গেই রাখেননি কোনও যোগাযোগ। এদিন মতুয়া গুরুর সঙ্গে দেখা করতে গিয়ে সাংসদ সেই জবাব পেলেন হাতেনাতে। দেখা হল না গুরুদেবের সঙ্গে। উল্টে পুজো দিতে গিয়েও সাংসদকে সইলে হল অনেক ঝক্কি। লকেট নির্বাচনী প্রচার শুরু করেছেন আগেই। চলছে দলীয় বৈঠক, প্রচার ইত্যাদি। এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ঘটা করে মতুয়া গুরুর আশীর্বাদ নিতে পান্ডুয়ার পাঁচগড়া গ্রামে পৌঁছন বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। আশীর্বাদ নিতে যান মতুয়া ধামের গুরু হরষিত গোঁসাইয়ের। গত ২০১৯ এর লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে প্রথমবার এই ধামে গিয়েছিলেন লকেট। সেখানে গিয়ে গুরুদেবের আশীর্বাদ নিয়েছিলেন। ২০১৯ সালে হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রায় ৮০ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন লকেট চ্যাটার্জি। তার পরে ২৪ এর লোকসভা নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি। যদিও ২১ সালের বিধানসভা নির্বাচনে প্রায় ২০ হাজার ভোটে পরাজিত গিয়েছিলেন। এই নির্বাচনে প্রার্থী হওয়ার পর এদিন তিনি মতুয়া ধামে যান। আগে থেকেই দেখা করার সময় নিয়েছিলেন। যদিও নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে তিনি ধামে পৌঁছন। এদিকে লকেট চ্যাটার্জির জন্য নির্ধারিত সময়ের থেকে এক মুহুর্ত বেশি সময় খরচ করেননি গুরুদেব। ধামে পৌঁছে লকেট দেখেন গুরুদেব তার আগেই বেরিয়ে গেছেন। পরে ধামের উপাসনা ঘরে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করতে যান সাংসদ। কিন্তু সেখানেও তাঁকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। কারণ গুরুদেব না থাকায় ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছিলেন না। পরে বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার বিভিন্ন জায়গায় ফোন করে কোনওরকমে ভেতরে ঢোকার ব্যবস্থা করেন। অনেক চেষ্টার পর অবশেষে কোনওরকমে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তির সামনে পুষ্পার্ঘ নিবেদন করে পুজো দেন। পুজো শেষে ধামের অন্যান্য ভক্তদের সঙ্গেও কথা বলেন। ধাম সূত্রে জানা গেছে, সাংসদ হওয়ার পর গত পাঁচ বছর লকেট গুরুেদেবের সঙ্গে কোনওরকম যোগাযোগ করেননি। তার ফলেই হয়ত এদিন বিজেপি সাংসদ দেখা পাননি গুরুর। যদিও লকেট জানিয়েছেন আবার পরে এসে গুরুদেবের আশীর্বাদ নিয়ে যাবেন।
বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার বলেছেন, লকেট চ্যাটার্জির পৌঁছতে কিছুটা দেরি হয়েছিল। গুরুদেবের কাজ থাকার জন্য বেরিয়ে গেছিলেন। তবে গুরুদেবের মায়ের সঙ্গে তিনি দেখা করে এসেছেন। কয়েক দিনের মধ্যেই তিনি আবার যাবেন।
ছবি: পার্থ রাহা
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে আবার স্বমহিমায় চন্দননগর পুঁথিঘর...
ছাত্রীদের আত্মরক্ষা-সচেতনতা বাড়াতে শক্তি প্রকল্প, বড় উদ্যোগ পুলিশের ...
সুদূর হরিয়ানা থেকে দলবেঁধে এসে এ রাজ্যে গরু চুরি, হাতেনাতে ধরল পুলিশ ...
ঘুরে বেড়াচ্ছে বিশালাকার রাসেল ভাইপার, আতঙ্কে কাঁটা এলাকাবাসী...
আচমকা সমুদ্র তীরে কয়েকহাজার মহিলার জমায়েত, দিঘায় কী হয়েছে?...
অনলাইন প্রতারণায় যুক্ত এই বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার, গ্রেপ্তারের পর উদ্ধার বিপুল টাকা ...
ঘুষ নিচ্ছে পুলিশকর্মী, অভিযোগ পেয়ে হোটেল থেকে তাকে ধরলেন তৃণমূল বিধায়ক ...
'ডিজিপি পুলিশ মেডেল' পেলেন মুর্শিদাবাদে কর্মরত তিন পুলিশ অফিসার ...
পরকীয়ার কাঁটা তিন মাসের কন্যা, খুন করে নদীতে ভাসিয়ে দিল বাবা...
দু' বছর আগেই ছড়িয়েছিল প্রতারণার জাল! ট্যাবের টাকা হুগলি থেকে পৌঁছেছিল উত্তর দিনাজপুরে...
'তামাক মুক্ত সমাজ চাই', সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের...
দীর্ঘ অপেক্ষার পর সাজো সাজো রব, ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা ...
দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট...
দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ছয় বিধানসভার উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট...
পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে ঘটে গেল বিপদ, আগুনে ঝলসে গেল চার শিশু...